প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউ এর সময় বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে। তবে এর মধ্যে দুই ঘণ্টা কারফিউ শিথিল রাখা হবে।
আজ বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট কারফিউর সময় বৃদ্ধি করে নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
প্রসঙ্গত, চলমান কারফিউ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
আজকালের খবর/ওআর