প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৩:২২ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কুখ্যাত ডাকাত নবী হোসেনের অবৈধ সেমিপাকা আস্তানা গুঁড়িয়ে দিল সেনা ও এপিবিএনের যৌথ বাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকে পরিচালিত হয় এই উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান। সেনাবাহিনী ও ৮ এপিবিএনের উপস্থিতিতে ঘরের এক পাশের দেয়াল ও ভিতরের কংক্রিটের তাক গুঁড়িয়ে দেওয়া হয়। পুরো ঘর ধ্বংস না হওয়া পর্যন্ত উচ্ছেদ চলবে বলে জানিয়েছে প্রশাসন।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা শিবিরে শৃঙ্খলা ফেরাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে আরও কঠোরভাবে। কেউ রেহাই পাবে না।
উল্লেখ্য, নবী হোসেন ও তার বাহিনীর দখলদারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও খুন-গুমে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম ছিল। মাত্র কয়েকদিন আগেই (১৩ জুলাই) ক্যাম্প ১১ তে সেনা ও এপিবিএনের অভিযানে নবী হোসেনের ৪ সহযোগী গ্রেপ্তার হয়। উদ্ধার হয় ১৪ লাখ টাকা এবং একটি সাব-মেশিনগান।
আরেক অভিযানে মঙ্গলবার (১৫ জুলাই) টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে আরও দুই সদস্যকে সামরিক পোশাক ও বিপুল রসদসহ আটক করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৬টি ইউনিফর্মের শার্ট, ২০টি ইউনিফর্মের প্যান্ট, ২০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ১২ ভোল্টের ব্যাটারি ১টি এবং ১৫০ ওয়াটের ২টি সোলার প্যানেল উদ্ধার করা হয়।
আজকালের খবর/ওআর