প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে, তা আমরা ভুলে যাইনি। কর্মসূচি দেওয়ার সময় ও কথা বলার সময় প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে হিসাব-নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এ সরকারকে সহযোগিতা করা। এটি কোনো ব্যক্তি, দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি থাকবে। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার উপস্থিত ছিলেন।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, জুয়েলার্স অ্যাসোসিয়েশন ১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা করে, আজ ৬০ বছরে পদার্পণ করেছে। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীকে নিয়ে বাজুস এখন ঐক্যবদ্ধ রয়েছে।
আজকালের খবর/বিএস