প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:০৩ পিএম

গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, একইসঙ্গে গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে।
সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না।
এই এনসিপি নেতা আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান হবে না।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এনসিপি নেতারা শহরের আলীপুরে জেলা পার্টি অফিস উদ্বোধন করেন। পরে আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর রাজবাড়ীতে পদযাত্রার উদ্দেশে রওনা দেন তারা।
আজকালের খবর/ওআর