ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কমপ্লেক্স স্থাপনের দাবি
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:৫০ পিএম
বাঙালি জাতির মহাকালের কবি আল মাহমুদের ৮৯তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজনে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের কিংবদন্তিকে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের জোর দাবি জানান বক্তারা। 

তারা বলেন, “আল মাহমুদের সাহিত্য, সাংবাদিকতা, ও সাংস্কৃতিক অবদান শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়—সমগ্র বাংলার ঐতিহ্য। তার নামে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ হলে আগামী প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে।”

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর সভাপতি মো: ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট (জাসাস)-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌল্লা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,  জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডা. এস. এম. শাহনুর কবি ও সাংস্কৃতিককর্মী সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ।

অনুষ্ঠানে বক্তারা আল মাহমুদের সাহিত্যচিন্তা, রাজনীতি, সাংবাদিকতা এবং তার বিপ্লবী চেতনার গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তারা বলেন, “আল মাহমুদ কেবল কবিই ছিলেন না, ছিলেন সময়ের প্রহরী। তার লেখনীতে উঠে এসেছে গ্রামীণ জীবনের সত্য, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের অন্তর্লৌকিক জীবনবোধ।”

আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা একই সাথে চলতে থাকে। স্টুডিও সাগর মিউজিক প্লাস , জেলা শিল্পকলা একাডেমীর ছাত্র ছাত্রীদের আবৃত্তি ও সংগীত দল সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করে তোলে। নিয়াজ মুহম্মদ স্কুলের শিক্ষার্থীরা এবং সাহিত্য একাডেমির সদস্যরা আবৃত্তি করেন কবি আল মাহমুদের অমর কবিতা।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ
চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft