ঋণের চাপে সন্তান বিক্রির চেষ্টা এক বাবার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২:২৫ পিএম
ঋণের চাপে মাত্র ৫ লাখ টাকায় ২ বছর বয়সী মেয়ে সন্তানকে বিক্রির চেষ্টা করেছেন তিস্তা নদীর চরাঞ্চলের কৃষক হাবিবুর রহমান।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, তিস্তা নদীর চরাঞ্চল চর সিন্দুর্না গ্রামের প্রান্তিক কৃষক হাবিবুর রহমান। গত মৌসুমে স্থানীয় ওমর আলী, আশরাফুল ও নুর আলম নামের ৩জন দাদন ব্যাবসায়ীর কাছ থেকে চরা সুদে ৩লাখ টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। কিন্তু সেই চাষাবাদে লোকসান গুনায় ঋণের মাত্র এক লাখ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে বাকী টাকা সুদাসলে দাড়িয়েছে ৪ লক্ষাধিকে। কিছুদিন ধরে দাদন ব্যাবসায়ীদের চাপ বেড়েছে। অভাবের সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন কৃষক হাবিবুর রহমান। এক পর্যায়ে নাড়ি ছেড়া ধন দুই বছরের মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন তিনি।

বিক্রির খবর শুনে পাশের গ্রামের নিঃসন্তান দম্পতি তার সন্তানকে ক্রয় করতে সম্মত হলে এক লাখ টাকা বায়না দেন। এরপর সেই নিঃসন্তান দম্পতি সন্তানকে দেখতে এলে বিষয়টি বুঝতে পান হাবিবুরের স্ত্রী নুরনাহার বেগম। তখন তিনি মাতৃত্বের টানে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এলে বিষয়টি প্রকাশ পায় এবং তারা প্রতিহত করেন।

খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তান বিক্রেতা ক্রেতাসহ পাওনাদার দাদন ব্যবসায়ীদের ডেকে নিয়ে বৈঠক করেন। এরপর বৈঠকের সিদ্ধান্ত মতে সন্তান বিক্রি থেকে রক্ষা পান হাবিবুর। পাওনাদারদের টাকা পরিশোধ করতে সময় বাড়িয়ে দেয়া হয়। একই সাথে কৃষক হাবিবুর রহমানের স্ত্রীকে একটি ভিজিডি কার্ড করে দেয়া হয়।

এ বিষয়ে কৃষক হাবিবুর বলেন, অভাবের সংসার। সামান্য জমি বর্গা নিয়ে চাষবাস করি। ধার-দেনা শোধে হিমশিম খাচ্ছি। বাধ্য হয়ে মেয়েকে বিক্রির কথা ভেবেছিলাম।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, একজন পিতা যখন ঋণের চাপে নিজের সন্তানকে বিক্রি করতে উদ্যত হয়, তখন বুঝতে হয় পরিস্থিতি কতটা ভয়াবহ। সকলের সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে বিক্রির চেষ্টা বন্ধ করি এবং পরিবারটিকে ইউনিয়ন পরিষদে ডেকে আনি। পাওনাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি হাবিবুরের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দেওয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালালো বিএনপি নেতা
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft