প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:২২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন ও নবায়ন ফরম পূরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু।
সোমবার (৭ জুলাই) বেলা ৪টায় রাজধানীর কাওলায় জাতীয়তাবাদী মোটর চালক দলের কার্যালয়ে ফরম পূরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন থানা ও মহানগর থেকে আসা জাতীয়তাবাদী মোটর চালক দলের নেতাকর্মীরা ফরম পূরণ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। ফরম পূরণ করে খুবই আনন্দ উল্লাস করেন তারা। তাদের কথা একটাই দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। সামনে যদি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এক আনন্দঘন পরিবেশ ফরম পূরণ করেন নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু বলেন, আমাদের দলে কোনো ভাবেই যেন কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসররা প্রবেশ না করতে পারে। সবাইকে সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, আগামী সাতদিন পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়া এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর মোটর চালক দলের সভাপতি নূর মোহাম্মদ মির্জা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুব হোসেন মুন্না প্রমুখ।
জাতীয়তাবাদী মোটর চালক দল নেতা হুমায়ুন কবির লিখন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
আজকালের খবর/বিএস