জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাউবিতে দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম
‘জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ সোমবার (৭ জুলাই) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুর প্রধান ক্যাম্পাসে কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব। তাদের রক্তঋণ কখনো বৃথা যেতে পারে না।

তিনি আরও বলেন, এদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তভাবে ধারণ করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে আরও পরিণত হতে হবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলম, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আল-আমিন সরকার, বিভিন্ন স্কুলের ডীন ও শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরিচালকবৃন্দসহ সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইইউতে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
দেশে ফিরে যা বললেন জামায়াত আমির
এবার গোপালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft