বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদর দপ্তরে আজ মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শিরোনাম ছিল-বাংলাদেশের দীর্ঘমেয়াদি ফসফেট সারে প্রভাবিত মাটিতে মোট ও সহজলভ্য ফসফরাসের স্থানিক বণ্টন ও মানচিত্রায়ণ।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
কর্মশালার অন্যতম সম্মানিত অতিথি ছিলেন আন্তর্জাতিকভাবে খ্যাত অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ড. রবি নাইদু, যিনি বর্তমানে সিআরসি কেয়ার (CRC CARE)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অব নিউক্যাসল-এর অধ্যাপক। তিনি পরিবেশ দূষণ ও মাটি পুনর্স্থাপনের ওপর দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাজিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের কৃষি ও পরিবেশ রক্ষার জন্য ফসফরাসের সঠিক ব্যবহার ও তার মাটিতে স্থায়িত্ব বুঝতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রির মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের কো-অপারেটিভ রিসার্চ সেন্টার ফর কনটামিনেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড রেমিডিয়েশন অব দ্য এনভায়রনমেন্ট (CRC CARE)।
কর্মশালায় কৃষি গবেষক, মৃত্তিকা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও পরিবেশবিদরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের টেকসই কৃষি ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য রক্ষায় প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আজকালের খবর/ এমকে