২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম
কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু করার পর মাঝপথে ছন্দ হারায় বাংলাদেশ। পারভেজ হোসেনের হাফসেঞ্চুরির পাশাপাশি তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে দল ফিরে আসার চেষ্টা করলেও এক রান আউটের ঘটনায় পরিকল্পনা ভেঙে যায়। শেষ দিকে তানজিম সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয়ে ২৪৮ রান সংগ্রহ করে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল সতর্ক।

দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন প্রথম ২ ওভারে তোলেন ১০ রান। তবে ফার্নান্দোর দুর্দান্ত নাকল ডেলিভারিতে মাত্র ৭ রানে আউট হন তানজিদ।

তানজিদের আউটের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পারভেজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে ৫৪ বলে ৬৩ রানের জুটি।

নাজমুল ১৯ বলে ১৪ রান করে বিদায় নিলেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান পারভেজ। ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচেই তুলে নেন প্রথম হাফসেঞ্চুরি। ৬৯ বলে ৬৭ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
তবে তার বিদায়ের পর থেকেই চাপ বাড়তে থাকে।

মিরাজ ৭ ওভার পর একটি বাউন্ডারি মারলেও চামিরার বলে পুল করতে গিয়ে আউট হয়ে যান ৯ রান করে। এরপর শামীম হোসেন ২৩ বলে ২২ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়।

হৃদয়-জাকের আলীর জুটিতে আসে ৬১ বলে ৪৫ রান। ইনিংস গুছিয়ে নিচ্ছিলেন তারা। ৩৩ ইনিংসে ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন হৃদয়। যা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় দ্রুততম। তবে এর পরই শুরু হয় নাটকীয়তা। 

জাকের আলী (৪০ বলে ২৪) এলবিডব্লু হয়ে ফিরে গেলে বাংলাদেশের বড় সংগ্রহের আশাও ফিকে হয়ে যায়। রানআউট হন হৃদয়। দ্বিতীয় রান নিতে গিয়ে মাঝ ক্রিজে দাঁড়িয়ে পড়েন হৃদয়, কারণ স্ট্রাইক প্রান্তে থাকা তানজিম তাকে ‘না’ বলেন। মাদুশকার থ্রো ফার্নান্দোর হাতে গিয়ে স্টাম্প ভেঙে দেয়। আউট হয়ে ক্ষুব্ধ হৃদয় ব্যাট ছুড়ে ফেলেন। ৬৯ বলে আসে তার ৫১ রানের লড়াকু ইনিংস। তার আউটের পর হাসান মাহমুদও শূন্য রানে ফেরেন সাজঘরে। ৪ রান করা তানভির ইসলামকে ফেরান হাসারাঙ্গা। শেষ দিকে কিছুটা চেষ্টা করেছিলেন তানজিম সাকিব। তার কল্যাণে বাংলাদেশ তোলে ২৫০ ছুঁইছুঁই স্কোর। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন সাকিব।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট
নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ চলছে: ফয়েজ আহমদ
চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনসিপি’র নেতা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিবন্ধন চেয়ে আবেদনকারী ১৪৪টি দলই প্রাথমিক বাছাইয়ে ফেল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft