রাজবাড়ীর পাংশায় দীপা রানী পাল নামে এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো: মাসুদ বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেপ্তার মো. মাসুদ বিশ্বাস পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী এলাকার চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে এই মামলার এজাহার ভুক্ত আসামীরা আত্নগোপনে ছিলো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আসামী মাসুদ বিশ্বাস কে পাংশা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত (২৯ জুন) এই মামলার আর এক আসামী মো: সালাম কে গ্রেপ্তার করে র্যাব-১০। এই মামলার অপর দুই আসামী মো: সাগর খান ও মো: শাহাদাত পালাতক রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টা দিকে নিহত দীপা রানী পাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলো।পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ৩ যুবক দীপা রানী পাল কে বাড়িতে রেখে যায়।এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল।
এই ঘটনার দুইদিন পরে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দীপা রানীর (নিহত) পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো: সাগর খান,মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে অজ্ঞাত করে মামলা দায়ের করে।
নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী।