হাসপাতালে জুলাই আহতদের থুথু মারা জালিমদের পুনর্বাসন করা যাবে না: ইবি ভিসি
রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:৫৫ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘জুলাই বিল্পবের সময় যখন ফ্যাসিস্ট হাসিনা সমস্ত মিডিয়া বন্ধ করে হাসপাতালে আহতদের দেখতে গেছিলেন, তখন তাদের মুখে থুথু দিয়েছিল। এইসব জালিমদের আবার পুনর্বাসন করা মানে শহিদদের রক্তের সাথে বেইমানি করা।’

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা চব্বিশের জুলাই-আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে বিশ্বিবদ্যালয়ে আয়োজিত দোয়া ও মোনাজাতে এমন কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘আপনি গণতন্ত্রের কথা বলেন কিংবা ন্যায়ের কথা বলেন- গত ১৫ বছর এই সুযোগ দেয়া হয় না। সুযোগটা পেয়েছেন জুলাই শহিদের রক্তের বিনিময়ে। স্বাধীন ভাবে কথা বলার এই সার্টিফিকেট আপনাকে শহিদ এনে দিয়েছে। জালিমের হাত থেকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১৬৮১ জন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এ জুলাই বিপ্লব। কত মানুষ চোখ-পা হারিয়েছে, আহত হয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করা যাবে না। যারা জুলাইয়ে নিহত হয়েছে তাদের মতো আত্মত্যাগ করার সাহস আপনার-আমার নাই কিন্তু তারা করে গেছে। জুলাই বিরোধী কিছু করা মানে শহিদদের রক্তের সাথে গাদ্দারি করা। জুলাই আন্দোলনে আহত ও নিহত শহিদদের পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ‘বিশেষ সুবিধা’ দিবে।’

এ সময় দোয়া মোনাজাতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকৌশলী সৈয়দ মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব ও শাখা ছাত্রদলের নেতাকর্মী-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫
রোহিঙ্গাদের ওপর যুদ্ধাপরাধ, আরাকান আর্মির বিরুদ্ধে আইসিসিকে তদন্তের আহ্বান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft