মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ইবিতে দেশের প্রথম ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ হবে: মহাপরিচালক
রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস ছালাম খানের আগমনে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ আয়োজন করা হয়েছে। এ সময় ইবিতে দেশের প্রথম ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২ জুলাই) আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে এ অতিথিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন বিভাগটির শিক্ষার্থী নাজমুল করিম ও খানম নূহা বিনতে করিম। এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন তিনি। 

আয়োজিত অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর মো. জাকির হোসেন ও হারুনুর রশীদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ সময় সংবর্ধিত অতিথি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের গভার্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছি।ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের প্রথম ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ হবে এই বিশ্ববিদ্যালয়ে। ইসলামকে সমুন্নত রাখতে সর্বোচ্চ সহযোগিতা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলাম নিয়ে কাজ কারার মতো অনেক ক্ষেত্র রয়েছেন। মানব উন্নয়নে কিছু ভালো দক্ষ শিক্ষার্থী আমরা গড়ে তুলতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের ডিজি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই আসনে আসীন হওয়া ইবির জন্য গর্বের বিষয়। আমরা যদি বড়দেরকে সম্মান করতে জানি এবং ছোটের স্নেহ করতে পারি তাহলে আগামীতে সভ্য জাতি উপহার দিতে পারবো। তাঁর আগমনে সবাকে অনুপ্রাণিত করেছে। আমরা বড় হই অন্যকে দেখে, অনুকরণ করে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘ইবি শিক্ষার্থীদের আগে চাকরিতে অপমান করার মতো দৃষ্টান্ত রয়েছে, মাথায় টুপি থাকলেও ইনসাল্ট করা হতো। তবে পরবর্তী বাংলাদেশে এসব আর নাই। আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলি- আইন বুঝতে হয়, মুখস্থের বিষয় নয়। আইন পৃথিবীর মানুষকে শৃঙ্খলিত করেছে। যারা আইন জানে তারা নিজেরা ভালো হতে জানে। শিক্ষার্থীদের আরও জাগ্রত হতে হবে। প্রায়োগিক দক্ষতার অর্জনে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, ‘আব্দুস ছালাম আমাদের ইবি এবং আইন বিভাগের গর্ব। ওনি এর আগে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। সেই দক্ষতা ও নিষ্ঠা কাজে লাগিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে নতুনভাবে গড়ে তুলবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবেন।’

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
বাউল শিল্পী মিজানুর রহমানের গান হৃদয়ে ঢেউ তোলে
জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
গানের ভেতর একজন সাইফ উদ্দিন
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
বড় পাথর মারা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft