প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:০৫ পিএম

সরকারি কারণ দর্শানোর নোটিশ উপেক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গ করে বেআইনিভাবে সিএসই ভবনের সামনে চল্লিশের অধিক গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।
সোমবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে রেজিট্রেশন ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে সিএসই ভবনের উল্টো দিকে এসে শেষ হয়।
এ সময় মিছিলে, ‘একই বৃন্তে দু’টি ফুল ফারজানা আর কামরুল’, ‘মাস্টার প্লানের টেন্ডার দিতে হবে, দিয়ে দাও’, ‘উপাচার্য কি করে ভোরবেলায় গাছ কাটে’, ‘our campus our Right’, ‘আমার ক্যাম্পাসে দালালেরা থাকবে না, আওয়ামী দোসর থাকবে না, আমরা থাকবো’ স্লোগান দিতে দেখা যায়।
সিএসই ভবনের উল্টোপাশে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী স্রোত বলেন, ক্যাম্পাসে আসার পর থেকে একই দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসতেছি। কিন্তু, প্রশাসন কোনো গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভবন নির্মাণের জন্য গাছ কেটে আসছে। আমরা একই দাবি জানিয়ে আসছি, আমরা বলেছি যত ভবন হবে সব পরিকল্পনামাফিক হবে। এ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী আমলে হলে উঠতে পারিনি, হল থেকে মেরে বের করে দেয়, তবুও এ প্রশাসন বুঝে না। ছাত্র আন্দোলন পরবর্তী এ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি তারই প্রেক্ষিতে ২ বার কারণ দর্শানোর চিঠি দিলেও প্রশাসন তার উত্তর দেয়নি।
এর আগে সোমবার ভোরের দিকে ৪০টিরও বেশি গাছ কাটা হয় সিএসই ভবন নির্মাণের জন্য। এর মধ্যে শাল, সেগুন, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
এছাড়া বিক্ষোভ মিছিল শেষে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়।
আজকালের খবর/ওআর