প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:২২ পিএম
পাবনার ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ আজ শনিবার (১৪ জুন) উদযাপন করবে নজরুল জয়ন্তী-২০২৫। এ উপলক্ষে আলোচনা সভায় নজরুল-মানস ও দর্শন নিয়ে মূল বক্তব্য রাখবেন কবি মজিদ মাহমুদ।
আলোচক হিসেবে থাকবেন সাংবাদিক মোশতাক আহমেদ কিরণ, সাংবাদিক সেলিম সরদার, শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, আমিনুজ্জামান, আজিজুর রহমান শাহীন, এস এম ফজলুর রহমান, প্রসঙ্গ নজরুল সঙ্গীত-প্রনস এডমিন রফিক সুলায়মান প্রমুখ।
এ ছাড়া আলোচনায় স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মুস্তাফিজুর রহমান কামাল।
আজ বিকাল ৪টায় ঈশ্বরদী প্রেসক্লাবে অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি মজিদ মাহমুদের বক্তব্য শেষে তিনি উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। সব শেষে থাকবে স্থানীয় শিল্পীদের নজরুল বিরচিত গানের পরিবেশনা।
আজকালের খবর/আরইউ