বৈঠকী আলোচনায় বক্তারা: নির্বাচন ছাড়া গনতন্ত্র পূর্ণাঙ্গতা পায়না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:১৮ পিএম
নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণাঙ্গ হতে পারে না। নির্বাচন ও সংস্কার পরস্পরবিরোধী নয়। বরং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নিশ্চিত করা না গেলে রাষ্ট্রীয় শাসনব্যবস্থা কখনোই সুষ্ঠু ও জনমুখী হতে পারে না। করাই সুশাসনের মূল উদ্দেশ্য।
গতকাল (৪জুন)বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইউনিভার্সেল নিউজ এজেন্সি (ইউএনএ) আয়োজিত ‘গণতন্ত্রের পূর্ণাঙ্গ যাত্রা: জরুরি সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন ও সুশাসন’ শীর্ষক বৈঠকী আলোচনায় এই অভিমত দিয়েছেন বিশিষ্ঠজনেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান  বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছের হোসেন, প্রধান  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফএসডিএস এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, বিশেষ আলোচক হিসেবে  উপস্থিত ছিলেন সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, সিএনআই'র ভাইস চেয়ারম্যান  জনাব আশফাক জামান, নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ, একটিভিস্ট ও মানবাধিকার কর্মী সাইয়েদ আবদুল্লাহ।

 সঞ্চালনায় ছিলেন ইউনিভার্সাল নিউজ এজেন্সির প্রধান সম্পাদক ড. মাহবুব হাসান।স্বাগত বক্তব্য রাখেন  ইউএনএ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন বলেন, আমরা এমন একটি নির্বাচন ব্যবস্থা চাই যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে গর্বের সাথে ভোট দিতে পারবে। রাষ্ট্র পরিচালনা যতদিন না দক্ষ ও ন্যায়নিষ্ঠ হয় ততদিন গণতন্ত্র পূর্ণতা পায়না। আমাদের প্রশাসন, বিচারব্যবস্থা ও শিক্ষানীতি যেন সময়োপযোগী ও ন্যায্যভাবে হয়। সংস্কার মানে কেবল আইন পরিবর্তন নয়। এটা মানুষের মানসিক পরিবর্তন, পরিবর্তন পদ্ধতির উন্নয়ন।

প্রধান আলোচক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘সংস্কারের অজুহাতে শুধু নির্বাচনের কালক্ষেপণ হচ্ছে। মাঠে যদি আর্মি ঠিক থাকে, নির্বাচন কমিশন ঠিক থাকে তবে আমলাতন্ত্রও ঠিক থাকবে। আমাদের জাতীয় নিরাপত্তা আজ বিরাট হুমকির মুখে। এটা হয়েছে কেবল রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিশ্বাসের ঘাটতির কারণে। বিএনপি, জামায়াত আর এনসিপি যদি ঐক্যবদ্ধ থাকে তবেই কেবল বাংলাদেশ পুনর্গঠন সম্ভব।’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বলেন, গত ১৫ বছরে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো এমনভাবে ভেঙে পড়েছে, যা পুনর্গঠনের জন্য সময়োপযোগী সংস্কার অপরিহার্য। নির্বাচন জরুরি, তবে তার আগে প্রয়োজন নির্বাচন পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা।

সাবেক এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফলই প্রমাণ করে, সুষ্ঠু নির্বাচনের অভাবে দেশে আজ রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। সুতরাং, নির্বাচন ও সংস্কার—দুটিই অপরিহার্য এবং এ দুটিকে সমান্তরালে এগিয়ে নিতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, ‘আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে।  বৈচিত্র্যের নামে বিভাজন এটা ২৪ এর চেতনা নয়। আলোচনার মাধ্যমে পরস্পরের বিরোধ নির্মূল হচ্ছে। আমাদের পরাজিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেদিন খুব বেশি দূরে নয়। এটা আমাদের যেন দেখতে না হয়, সেটাই কাম্য। গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই একটি জাতি সুন্দর হয়ে ওঠে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সংস্কার ও সুশাসন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম বাহন হলো নির্বাচন। গণঅভ্যুত্থানের মৌলিক কারণ হলো- গত ১৬ বছর এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় আঁকড়ে ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না। যার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। সে প্রতিষ্ঠানগুলো জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিনিয়ত লঙ্ঘন করেছিল। যার কারণে সে রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি, দুঃশাসন মাথা ছাড়া দিয়ে উঠেছে। ফ্যাসিবাদের মূল কারণ ছিল ২০১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচন।

মাহদী বলেন, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। এটাই সবচেয়ে জন-আকাঙ্ক্ষিত সংস্কার।

তিনি আরও বলেন, রাষ্ট্রের মূল অনুষঙ্গগুলোর পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হবে। আজকে যারা সংস্কারের কথা বলছেন ৫ আগস্টের আগে তারা কখনো সংস্কারের কথা বলেনি। সংস্কারের কথা সর্বপ্রথম জনগণের কাছে বিএনপি তুলে ধরেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, জাতি যেভাবে জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সে ঐক্য ধরে রাখতে হবে। জনগণের কল্যাণে, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে আমাদের যাত্রা করতে হবে। যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ৯০ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ২৪ এ জুলাই গণঅভ্যুত্থান করেছে সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেনা তা আমি বিশ্বাস করিনা।

তিনি আরও বলেন, আমি আনন্দিত এই জন্য যে, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের যে বিরোধ তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে । নির্বাচন ও সংস্কারে কোনো বিরোধ নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে যে সংস্কার হবে তা হয়তো আগামী ৫০ কিংবা ১০০ বছর পরেও তার পুনরায় সংস্কারের প্রয়োজন হবে। এভাবেই সমাজ, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়। সমাজ ও রাষ্ট্র এগিয়ে যায়। তাই আমি মনে করি, যেসব সংস্কার অনিবার্য সেগুলো এখনি করে ফেলা যায়।

তিনি আরও বলেন, যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সবার মধ্যেই দেশপ্রেম আছে। অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষতা না হারায়। তবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এবং আমি ভবিষ্যৎ বাণী করছি, আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংসদের ৩০০ আসনে ৭ শতাংশ নারী প্রার্থীর প্রস্তাব ঐকমত্য কমিশনের
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে টঙ্গীতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্বনাথের সুমেল হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড
তিস্তার পানি কমছে, নদীপাড়ে স্বস্তি
গাজীপুর সিটির হাড়িনাল এলাকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী
চট্টগ্রাম খুলশীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় জিডি
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft