প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৫:২০ পিএম

রাজধানীর শীতার্ত মানুষের মাঝে আইএফআইসি ব্যাংক বনশ্রী শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টায় ব্যাংকের সামনের রাস্তায় কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়।
ব্যাংকের বনশ্রী শাখার ম্যানেজার মো. মারুফুর রহমান ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় বনশ্রী সোসাইটি এবং আফতাবনগর সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন। একইসঙ্গে সমাজের বিত্তশালী মানুষকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

আগামীতে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করেন মারুফুর রহমান।
অনুষ্ঠানে বনশ্রী ও এর আশেপাশের এলাকার শীতার্ত মানুষকে আগে থেকে টোকেন দিয়ে রাখা হয়। পরে সকালে তারা সুশৃঙ্খলভাবে কম্বল গ্রহণ করেন এবং শীতের অবলম্বন কম্বল পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্যাংকটির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আজকালের খবর/আরইউ