প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৪:২৭ পিএম
স্বাধীনতা দিবসের কটূক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নিপীড়নের অপরাধে সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়াও মানববন্ধনে ছাত্রলীগের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণের জাবি শাখার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সামাজিক সংগঠন উত্তরণের সাধারণ সম্পাদক জাহেদুজ্জান শাকিল বলেন, বাংলাদেশ যখন আপন গতিতে এগিয়ে চলছে, তখনই একদল সাংবাদিক ও স্বাধীনতাবিরোধী চক্র দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে। এর আগে এই সম্পাদক প্রিয় নবীকে নিয়েও কটূক্তি করেছেন। তাদের কাছে স্বাধীনতা ডলার বৃদ্ধির স্বাধীনতা। নিজের পকেট ভারীর জন্য।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, প্রথম আলো থেকে প্রচারিত সংবাদে টাকার বিনিময়ে একটি শিশুর বক্তব্য অপপ্রচার করা হয়েছে। ৭১ টিভির সাংবাদিক সেই শিশুর কাছে গিয়ে সত্য উন্মোচন করেছে। বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে এই জাতিকে বিভ্রান্ত করেছে। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা গঠনমূলকভাবে মানুষের কথা তুলে ধরবেন সেটা আমরা প্রত্যাশা করি।
ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, আজকে যে দাবিতে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তা যৌক্তিক দাবি। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে এই স্বাধীনতাকে ব্যবহার করে অনেকে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। যারা দেশে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের আজকের মানববন্ধন।
আজকালের খবর/বিএস