প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩ PM

এডুক্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সাইন্স এন্ড ম্যানেজমেন্টে “কেমব্রিজ ইংলিশ” প্রোগ্রামের যাত্রা শুরু।
এডুক্যান ইন্টারন্যাশনাল এবং ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সাইন্স এন্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম) এর মধ্যকার স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তির মাধ্যমে কেমব্রিজ ইউনিভারসিটির আওতাধীন কেমব্রিজ এসেসমেন্ট ইংলিশ প্রোগ্রামটির প্রিপারেশন সেন্টার ও পরীক্ষা ভেনু হিসেবে স্বীকৃত হলো ইউসিএএসএম ।
বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ এর অনুমোদিত পরীক্ষা কেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর শাহিন রেজা ও ইউসিএএসএম এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই স্বারকে স্বাক্ষর করেন।
এডুক্যান ইন্টারন্যাশনালের ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডুক্যান ইন্টারন্যাশনালের ডাইরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট, মেজর মো. সারোয়ার মুরশেদ (রিটায়ার্ড), এডুক্যান ইন্টারন্যাশনালের সিওও মাহবুবুর রহমান এবং ইউসিএএসএম এর ভাইস প্রিন্সিপাল উইং কমান্ডার একেএম মাসুদুজ্জামান (রিটায়ার্ড)।
উল্লেখ্য যে কেমব্রিজ ইউনিভার্সিটির আওতাধীন কেমব্রিজ ইংলিশ বিশ্বব্যাপী জনপ্রিয় ও “কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স” (CEFR) স্বীকৃত একটি ইংরেজি ভাষা দক্ষতা প্রোগ্রাম যেটির সনদ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক ইংরেজি ভাষা দক্ষতার সনদ হিসেবে স্বীকৃত।
এডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তোলার কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে Cambridge Assessment English এবং Occupational English Test (OET) পরীক্ষার অনুমোদিত পরীক্ষা কেন্দ্র। পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ সৃষ্টি, দেশে আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ এবং বাংলাদেশে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা সামগ্রীর সহজ প্রাপ্যতা নিশ্চিত করনে কাজ করে আসছে।
ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট ঢাকায় অবস্থিত বাংলাদেশের এভিয়েশন কলেজগুলোর মধ্যে অন্যতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যতম এই কলেজটিতে বিভিন্ন বিভাগে উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এভিয়েশন ম্যানেজমেন্ট, কেবিন-ক্র, ই-টিকেটিং ও আইটি বিষয়ক কোর্স পরিচালনা করা হয় । কলেজটিতে আনুষ্ঠানিক ভাবে কেমব্রিজ ইংলিশ প্রোগ্রাম চালু হলো যা এখানকার শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকুরীর ক্ষেত্রে উপযোগী করে তুলবে।
আজকালের খবর/বিএস