শনিবার ১৯ এপ্রিল ২০২৫
১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:৩৫ PM
ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চালু হয়েছে ফেরি চলাচল।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৮টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১টা দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুঘর্টনা এড়াতে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরে বেলা ১১টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ দিকে আটকেপড়া ফেরিগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক।

আজকালের খবর/এসএইচ