প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ১০:৪৬ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় নদীতে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও আট জন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের নবগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম জানান, মৃত বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগমের দাদি মারা যাওয়ার খবরে রাতেই স্বজনদের নিয়ে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছেলে নাসিমও ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের লাশ উদ্ধার করেন।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আজকালের খবর/এসএইচ