প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:৩৯ PM

রাস্তার ডিভাইডারের সঙ্গে অনেক জোরে ধাক্কা লেগেছিল গাড়ির। কিছুক্ষণ পরই তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার মুহূর্তে ভাগ্যিস জ্ঞান হারাননি ঋষভ পান্ত। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে সময়মতো বের হন এবং মারাত্মক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচান ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান।
তার উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। পান্তের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিবৃতি দিয়েছে বিসিসিআই। ভারতের উইকেটকিপার ব্যাটসম্যানের কপালে দুই জায়গায় কেটে গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং আঘাত পেয়েছেন ডান কব্জি ও গোড়ালিতে। পায়ের পাতা ও পিঠের ত্বক ছিলে গেছে।
বোর্ড আরও জানায়, পান্তের অবস্থা এখন স্থিতিশীল। তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আঘাতের গভীরতা জানতে আরেকটি এমআরআই স্ক্যান করানো হবে।
পান্তের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে মেডিক্যাল টিম। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, দুর্ঘটনার পর থেকে তার সেরে ওঠা পর্যন্ত পান্ত পূর্ণ সহযোগিতা পাবে বোর্ডের কাছ থেকে।
দুর্ঘটনার সময় একাই গাড়িতে ছিলেন পান্ত। দিল্লি থেকে রুকরিতে বাড়ি ফিরছিলেন তিনি। উত্তরখন্ড পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনায় পড়ে পান্তের গাড়ি। রুকরির কাছে মোহাম্মদপুর জ্যাটে দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন তিনি। পান্ত জানান, গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে এসেছিল এবং তারপরই ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে, আগুন ধরে গাড়িতে। তাকে স্থানীয়রা রুকরি হাসপাতালে নেন এবং পরে নেওয়া হয় দেরাদুনে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরের দিকে দিল্লি-দেরাদুন হাইওয়েতে ঘটনাটি ঘটে।
ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইটারে নিশ্চিত করেন, বাঁহাতি ব্যাটসম্যান এখন শঙ্কামুক্ত। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে জানুয়ারিতে স্ট্রেন্থ ও কন্ডিশনিংয়ের জন্য তার অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিল।
আজকালের খবর/ওআর