প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:৫৭ AM

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ে কেঁদেছিলেন নেইমার। সেই শোক ভুলে কাল রাতে মাঠে ফিরেছেন পিএসজির জার্সিতে। ফিরেই নেইমার দেখলেন লাল কার্ড।
বুধবার দিবাগত রাতে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।
প্রথমে এদিন ৬০ মিনিটের মাথায় স্ত্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আলতো করে থাপ্পরের মতো মেরে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। পরের মিনিটেই (৬১ মিনিটে) বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন স্ত্রাসবুর্গ ডিফেন্ডার। পেনাল্টি আদায় করতে চালাকি করেন নেইমার। ডাইভ দিয়ে বসেন। কিন্তু অতি চালাকের গলায় দড়ি—কথাটা সম্ভবত ভুলে গিয়েছিলেন ব্রাজিল তারকা। তাঁর ডাইভ রেফারির চোখ এড়ায়নি। দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি তাকে। তাতে করে নেইমারকে লাল কার্ড দেখায় রেফারি। লাল কার্ড দেখে নেইমার মেজাজ ধরে রাখতে পারেননি। রেফারি ক্লেঁম টারপিনের দিকে তেড়ে গিয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ জানান। লাভ হয়নি।
২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর এ নিয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন নেইমার। এর ফলে আগামী রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।
এর আগে ম্যাচের ১৪ মিনিটের সময় নেইমারের ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুইনহোস।তবে ম্যাচের ৫১ মিনিটে সেই মারকুইনহোসের গায়ে লেগে আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ত্রাসবুর্গ। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০+৬) কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে পিএসজি। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।
আজকালের খবর/এসএইচ