পেলের প্রতি মেসি-রোনালডো-এমবাপের শ্রদ্ধা
স্পোর্টস ডেস্ক 
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:১৭ এএম
তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গনে বইছে শোকের হাওয়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রথি-মহারথিরা তার জন্য শোক প্রকাশ করেন। পেলের পরিবারকে জানান সমবেদনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারকা ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালডো ও কিলিয়ান এমবাপে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে পেলের মৃত্যুর খবর পেয়ে ফেসবুকে পেলের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লেখেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো। তিনি লেখেন, ‘সমস্ত ব্রাজিলিয়দের প্রতি আমার গভীর সমবেদনা, বিশেষ করে এদসন অরান্তেস দো নাসিমেন্তোরের (পেলে) পরিবারের প্রতি।

‘ফুটবলের রাজা পেলের বিদায়ে যে ব্যাথা পুরো ফুটবল বিশ্বকে আলিঙ্গন করেছে তা প্রকাশ করার জন্য কখনই যথেষ্ট হবে না।’

রোনালডো আরও লেখেন, ‘বিশ্ব ফুটবলে পেলে ছিলেন জীবন্ত অনুপ্রেরণা। তিনি আমাদের কাছ থেকে চিরকালের জন্য বিদায় নিলেন।’

পাঁচবারের ব্যালন ডরজয়ী এ তারকা যোগ করেন, ‘তিনি সবসময় আমার জন্য যে স্নেহ দেখিয়েছিলেন, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়। এমনকি দূর থেকেও তা ভুলার নয়। তিনি কখনই বিস্মৃত হবেন না। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমাদের প্রতিটি ফুটবলপ্রেমীদের মধ্যে। শান্তিতে থাকুন, রাজা পেলে।

ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার এমবাপে লেখেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না।’ নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

৮২ বছর বয়সে বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান পেলে। তার পা থেকে এসেছে ১২৭৯ টি গোল। যা এখন পর্যন্ত পেশাদার ফুটবলে সর্বোচ্চ। সর্বকণিষ্ঠ হিসেবে ১৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল ও বিশ্বকাপ জয় এখনও রেকর্ডের পাতায়। ৩ বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার যাকে পুরো বিশ্ব ‘ও রেই’ বা সম্রাট নামেই চেনে।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft