প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১:৩৫ PM

বছরের পর বছর ধরে নির্মাণ করা জেমস ক্যামেরনের অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমা বিচারের সময় এসেছে। ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ভ্যারাইটি জানাচ্ছে, প্রথম দিনে সিনেমাটি ৪,২০২টি প্রেক্ষাগৃহ থেকে তুলে নিয়েছে ৫৩ মিলিয়ন ডলার (গ্রস)। ৫৩ মিলিয়নের মধ্যে বৃহস্পতিবার প্রিভিউজের ১৭ মিলিয়ন ডলারও রয়েছে।
এটি মূলত ডমেস্টিক গ্রস ইনকাম এবং চলতি বছরের ডমেস্টিক গ্রস ইনকামের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।
ভ্যারাইটি জানাচ্ছে, অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমাকে তেমন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। ভালো ব্যবসা করার জন্য অনুকূল পরিবেশ পেয়েছে সিনেমাটি এবং সিনেমাটির কথা মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে।
সিনেমাটিকে সব সমালোচক প্রশংসা করেছেন এমন না। রোটেন টমেটো ওয়েব সাইটে সিনেমাটির অ্যাপ্রুভাল ৭৩ শতাংশ। গবেষণা সংস্থা সিনেমা স্কোর দ্য ওয়ে অফ ওয়াটারকে দিয়েছে ‘এ’ গ্রেড।
দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার নির্মাণ খরচ ৩৫০ মিলিয়ন ডলার। সিনেমাটিকে ব্রেক ইভেনে নিয়ে যেতে হলেও সর্বকালের সেরা তিন বা চারটি সিনেমাগুলোর মধ্যে একটি হতে হবে।
আজকালের খবর/আতে