শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বিজয় দিবসে ‘আপন পতাকা’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৪ PM
একটি তিমিরবিদারী উদার অভ্যুদয়ের নাম বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত স্বদেশভূমি ও একটি সম্ভাবনাময় বাংলাদেশের সূচনা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘আপন পতাকা’।

ফেরদৌসী আহমেদ চৌধুরীর সঞ্চালনা ও পরিচালনায় এটি প্রচার হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। শ্রাবণী হালদারের গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন লানা খান। নাচ, গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের সমন্বয়ে সাজানো হয়েছে ‘আপন পতাকা’।

আলোচনায় অংশ নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা। গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, রফিকুল আলম ও শামা রহমান। আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা ও শারমিন মুস্তাফা।

আজকালের খবর/আতে