শাহরুখের পাঠান নিয়ে ক্ষেপেছেন হিন্দুত্ববাদী সংগঠন
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম
বলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠান। সোমবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘বেশরম রঙ’।
গানটিতে শাহরুখ-দীপিকার লুক ও রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে এরই মধ্যে গানটিতে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তুলে সিনেমাটি নিষিদ্ধের হুমকি দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

বুধবার সাংবাদিকদের সামনে মন্ত্রী বলেন, ‘পোশাকগুলো অত্যন্ত আপত্তিকর এবং গানটি একটি নোংরা মানসিকতা থেকে দৃশ্যায়ন করা হয়েছে। আমি নিবেদন করব দৃশ্যগুলো সংশোধন করা হোক, তাছাড়া মধ্যপ্রদেশে এই সিনেমা মুক্তির অনুমতি দেয়া হবে কি হবে না, তা নিয়ে বিবেচনা করা হবে।’
মন্ত্রীর এমন বক্তব্যের কয়েকঘন্টা পরে মধ্যপ্রদেশের ইন্দোরে পাঠান সিনেমা ও এর গান বেশরম রঙ’ গানটি নিয়ে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা।

এ নিয়ে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বীর শিবাজি গ্রুপের কর্মীরা একটি রাস্তার মোড়ে জড়ো হয়ে দীপিকা পাডুকোনের এবং শাহরুখ খানের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। তারা সিনেমাটি নিষিদ্ধের দাবি জানায়।

পাঠান -এ গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছে দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

আগামী বছর ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
নান্দাইল পৌর সদরে এক রাতে তিন বাসায় চুরি
শিক্ষাবিদ নূরুল ইসলাম ভাওয়ালরত্নের ইন্তেকাল
নতুন বছরে জঙ্গি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব: ডিজি
বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কাজী নজরুল ইসলাম ও বাংলা গান
এভাবে চলে যেতে নেই
পরীমনির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা
কেউ আক্রমণ করলে ছাড় দেবো না: কাদের
২০২৩ হোক অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft