জাবির ১২ শিক্ষার্থী পেলেন জুয়াক শিক্ষাবৃত্তি
রাহাত চৌধুরী, জাবি
প্রকাশ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৮:০১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।  

যুক্তরাজ্যে বসাবসরত জাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ইন দ্য ইউনাইটেড কিংডম (জুয়াক) এ শিক্ষাবৃত্তি দেয়। 

রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে বৃত্তিপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন জাবির উপ-উপাচার্য  (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল  আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।  
 
বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক ড. মো. নুরুল আলম বলেন, যারা বৃত্তি পেয়েছো তারা সত্যিকার অর্থেই সৌভাগ্যবান। বাবা-মায়েরা যে আশা নিয়ে তোমাদের পড়ালেখা করতে পাঠিয়েছেন তাদের কথা মাথায় রাখবে। তাদের আশাগুলো কখনো বৃথা যেতে দিবে না।  

অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন- দূরে থেকেও যারা এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। দেশের বাইরে থেকেও নিজের প্রিয় ক্যাম্পাসের মানুষদের কথা ভাবছেন যা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।  

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে  ফার্মেসি বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী বিথি সাহা বলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং প্রাক্তন জাবিয়ান গুনীজনরা যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত, সকলের কাছ থেকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা পেলাম। নিঃসন্দেহে এটি আমার আগামীর জন্য অনেক ফলপ্রসূ হবে। 

জুয়াক স্টাইপেন্ড ফান্ড,  বাংলাদেশ -এর সমন্বয়ক ও জাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সাবেকদের পক্ষ থেকে এটা একটা ক্ষুদ্র উদ্যোগ। সংগঠনটি ২০১৭ সাল থেকে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। আশাকরি ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুমানা রইছ, প্রভাষক সানজিদা তাসনীম এবং জুয়াক প্রতিনিধি জোতিষ সাহা ও আনিস জামান। 

আজকালের খবর/বিএস 









সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
আমি অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft