সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও শিশু ক্রিটিক্যাল কেয়ার কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম
রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ একাডেমি অফ পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ারের যৌথ উদ্যোগে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক দুই দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আগত অর্ধশতাধিক নবজাতক, শিশুরোগ ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় জটিল ও সংকটাপন্ন শিশু এবং নবজাতকদের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালার ফলে মারাত্মক অসুস্থ শিশু, সদ্য জন্ম নেওয়া অপরিপক্ক নবজাতক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের সন্তানসহ ঝুঁকিপূর্ণ শিশু ও নবজাতকদের দ্রুত ও কার্যকর জীবনরক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এতে করে সারাদেশে শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট ও দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ দেন অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মোঃ আবদুল্লাহ আল মামুন, ডা. মোঃ নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ ও ডা. নুরুন নাহারসহ দেশের মোট ৯ জন বরেণ্য নবজাতক ও শিশু ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ।

কর্মশালার সমন্বয়ের দায়িত্ব পালন করেন হাসপাতালের নার্সিং কো-অর্ডিনেটর ফারজানা আজাদ।

সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে “সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স” বিতরণ করেন। কর্মশালার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ফিশার অ্যান্ড প্যাকেল হেলথকেয়ার।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft