দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও সাধারণ মানুষের ওপর চালানো জুলুম, নির্যাতন ও ভোটাধিকার হরণের জবাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে জনগণ—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গাজীপুর-১ আসনে গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছে গাজীপুর মহানগর জিয়া পরিষদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব আমবাগ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি ও সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা। এ সময় তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর যে নির্যাতন, দমন-পীড়ন ও অন্যায় অত্যাচার চালানো হয়েছে, তার উপযুক্ত জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই দেবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের কারণে দেশে দীর্ঘদিন ভোটাধিকার ও গণতন্ত্র ছিল না। বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ ছিল না, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। স্বৈরাচারী শাসনের পতনের পর দেশে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ধারাকে শক্তিশালী করার একটি ঐতিহাসিক সুযোগ।”
শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিকবান্ধব উন্নয়ন পরিকল্পনা
গাজীপুরকে দেশের অন্যতম বৃহৎ শিল্প অধ্যুষিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, “এ এলাকায় লাখ লাখ শ্রমিক বসবাস করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রোডম্যাপ বাংলাদেশের উন্নয়নের যুগান্তকারী পরিকল্পনা। এই রোডম্যাপের মাধ্যমে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, যুবকদের জন্য চাকরি, দারিদ্র্য বিমোচন এবং আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গণসংযোগকালে তিনি আরও বলেন, “গাজীপুর-১ আসনে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা খাতের মানোন্নয়ন, শিল্প ও কৃষি খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে বিএনপি প্রার্থী মজিবুর রহমানের।”
দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোট দিয়ে বিগত ১৭ বছরের অন্যায়, জুলুম ও নির্যাতনের জবাব দেবে।”
গণসংযোগকালে গাজীপুর মহানগর জিয়া পরিষদ, মেট্রো সদর থানা জিয়া পরিষদ ও কোনাবাড়ী থানা জিয়া পরিষদের নেতৃবৃন্দ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা জিয়া পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম, কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মেট্রো সদর থানা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মাজহারুল ইসলাম কাঞ্চন, শফিকুল ইসলাম তুষারসহ মহানগর জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজকালের খবর/ এমকে