সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৫ হাজার ৮৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-র নবরাত্রি হল (হল-৪)-এ আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড বিচার শেষে ১৪৩ জন বিজয়ী ঘোষণা করে।

তিনটি ক্যাটাগরিতে মোট ৩০ লাখ টাকার ১৪৩টি পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ, তৃতীয় ১ লাখ, চতুর্থ ৭০ হাজার এবং পঞ্চম ৫০ হাজার টাকা।

প্রথম ক্যাটাগরি (তৃতীয়–ষষ্ঠ শ্রেণি)-তে প্রথম হন আরাত্রিকা বড়াল, দ্বিতীয় রাইছা ইসলাম জেছি এবং তৃতীয় সৌভিক সাহা।
দ্বিতীয় ক্যাটাগরি (সপ্তম–দশম শ্রেণি)-তে প্রথম সুপ্রভা সাহা, দ্বিতীয় মো. ইমরুল কায়েস রাফসান এবং তৃতীয় নাদিদ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পান মায়াস রাসদান এজাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরিবোর্ড প্রধান ও স্পেনের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত চিত্রশিল্পী গুরু মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রশিল্পী ড. ফরিদা জামান, কথাসাহিত্যিক এমদাদুল হক মিলন এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান।

স্কুল পর্যায়ে দেশের সর্ববৃহৎ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ১২ ডিসেম্বর। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ও ইনডোর স্টেডিয়ামে একযোগে বসে ছবি আঁকে শিক্ষার্থীরা। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft