বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ আগারগাঁওয়ে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপি) কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আশিক চৌধুরী এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হি. ই. জোরিস ভ্যান বমেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পিপিপি সিইও আশিক চৌধুরী বলেন, বাংলাদেশের নতুন অবকাঠামো উন্নয়নে পিপিপি এখন একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময়, কারিগরি সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারিত হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল বলেন, কাঠামোবদ্ধ পিপিপি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করতে নেদারল্যান্ডস আগ্রহী। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের মাধ্যমে এই সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন।
এই সমঝোতা স্মারক বাংলাদেশে টেকসই অবকাঠামো উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আজকালের খবর/ এমকে