ঢাকা মহানগরীর পাঁচটি অপারেশনাল জোনের স্টেশনগুলোর অংশগ্রহণে আয়োজিত আন্তঃজোন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলায় ঢাকা জোন-৪ চ্যাম্পিয়ন এবং ঢাকা জোন-৫ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক জনাব কাজী নজমুজ্জামান, পিএফএমসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, এই ধরনের আন্তঃজোন ক্রীড়া প্রতিযোগিতা সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, দলগত চেতনা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আজকালের খবর/ এমকে