প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন পূর্বে শারিরীক অসুস্থতা নিয়ে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে বাদ জোহর নামাজের পরে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এদিকে তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী, কাল ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
মোজাম্মেল চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
তারিখ-১৭.০১.২৬
আজকালের খবর/ এমকে