আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাইট হাউজের উদ্যোগে বগুড়ায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় লাইট হাউজ কার্যালয়, জহুরুল নগর, বগুড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাইট হাউজের সভাপতি প্রফেসর হাবিবা বেগম এবং সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন। জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. শাহজালাল।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি বগুড়া জেলা সভাপতি মো. রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল বাছেত, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী ফজলুল করিম (রাজু), বাসদের জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম পল্টু, বিএনপি সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মো. নূরুল আমীন, সুজন বগুড়ার সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, তহুরুন নেছা মহিলা সংসদের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

শুভেচ্ছা বক্তব্যে লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ “নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্প” নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে লাইট হাউজ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে সুষ্ঠু, সংঘাতবিহীন ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন নারীদের স্বতঃস্ফূর্ত ভোটদান, নিরাপত্তা ও স্বাধীনভাবে প্রার্থী বাছাই নিশ্চিতের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
লাইট হাউজের নির্বাহী কমিটির সদস্য ড. একেএম জাকারিয়া বলেন, সাধারণ মানুষের বোধগম্য ও কার্যকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক নেতাদের জনগণের আস্থা অর্জন করতে হবে।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হাসান রানু বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জাতি যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারে, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহকারী কমিশনার মো. শাহজালাল জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জানান, আচরণবিধি বাস্তবায়ন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, পোষ্টাল ব্যালট, বিশেষভাবে নারী, প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করছে।
বিএনপি জেলা সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারসহ সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ হলেও জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তিনি এআই প্রযুক্তির অপব্যবহার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় বক্তারা গণভোট বিষয়ে প্রচারণা জোরদার এবং নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার সচেতনতা বৃদ্ধিতে এনজিও, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে লাইট হাউজের সভাপতি প্রফেসর হাবিবা বেগম উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং একজন সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আজকালের খবর/ এমকে