
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বিগত ১৫ বছর দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে এক কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে।
এ পরিস্থিতিতে নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পিআইবি’র কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, একটি ভুল তথ্য কিংবা অসতর্ক প্রতিবেদন বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
বর্তমান সরকারকে ‘জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল’ উল্লেখ করে ফারুক ওয়াসিফ বলেন, এ সরকার কেবল একটি নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়ার জন্য গঠিত কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই এই সরকারের মূল দায়িত্ব।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেল এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান।
এ সময় পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, এখন টিভির আহসান রাজিব, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল সহ সাতক্ষীরার কর্মরত ২৪ জন সাংবাদিক অংশ নেন।
আজকালের খবর/বিএস