সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলিম সমাজের নৈতিকতা, ঐক্য এবং মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র।” তিনি এলাকাবাসীকে নিয়মিত মসজিদমুখী হওয়া এবং ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের পেশ ইমাম মাওলানা কারী হাবিবুর রহমান মেশকাত, মসজিদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং দৈনিক একুশে সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেদায়েত উল্লাহ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আধুনিক নকশা ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি সাহাপুর গ্রামসহ আশপাশের এলাকার মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। মসজিদ নির্মাণে অর্থায়ন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটোয়ারী।

উদ্বোধন উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মসজিদকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর / এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যমুনায় যাচ্ছেন এনসিপি নেতারা
আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
এস আলম ও পিকে হালদারসহ ১৩ জনের বিচার শুরু
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
‘নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft