মঙ্গলবার ৬ জানুয়ারি ২০২৬
শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম
ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে তাদের লিগ পর্বের চার ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। এরই মধ্যে বাংলাদেশ তাদের বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে।

পেস বোলার তাসকিন আহমেদ টি-টোয়েন্টিতে ফিরেছেন। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না তিনি। আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্জের হয়ে দারুণ পারফরম্যান্স করে এবার বিশ্বকাপে খেলার অপেক্ষায় এই পেসার।

বাংলাদেশকে প্রত্যাশিতভাবে নেতৃত্ব দিবেন লিটন দাস। সাইফ হাসান সহঅধিনায়ক। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন তাদের জায়গা ধরে রাখতে পারেননি। ফর্মে থেকেও দলে ঢুকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন তিনি।

এছাড়া বল হাতে দারুণ ফর্মে রিপন মন্ডল। দুর্দান্ত পারফর্ম করেছেন আলিস ইসলামও। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, বিপাকে নগরবাসী
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ
রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ডিমলায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টের জরিমানা
গুমের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি বাংলাদেশি সরকারি সহায়তা নেয়: ট্রাম্প
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft