প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর শিগগিরই আইসিসি তাদের সঙ্গে সভা করবে। এই মিটিংয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করবে বিসিবি।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানের বিএনপির কার্যালয়ে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সামনে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিরাপত্তা এবং খেলোয়াড়দের মানসম্মান সংক্রান্ত কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে ভারতে খেলার জন্য প্রস্তুত নয়। বুলবুল বলেন, 'নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। এছাড়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে।'
আইসিসি এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, তবে দ্রুত আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন,'আইসিসি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানালে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এরপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।'
এদিকে, আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে চলমান পরিস্থিতিতে সিরিজও ঝুলে গেছে। বুলবুল বলেছেন, 'দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা আলাদা বিষয়, বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপে।'
এছাড়া, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।
আজকালের খবর/বিএস