প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম

নীলফামারী ডিমলা উপজেলার নটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে নাউতারা নদী থেকে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নটাবাড়ী এলাকার বাসিন্দা মোঃ রোস্তম আলীর পুত্র গোলাম রাব্বানীকে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার দায়ে হাতেনাতে আটক করা হয়।
প্রমাণিত অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
জনস্বার্থে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজকালের খবর/বিএস