
উলিপুর উপজেলা বজরা ইউনিয়নে ইএসডিও সীডস প্রকল্প, কুড়িগ্রামের আয়োজনে দিনব্যাপি কৃষি ও চাকরি মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস)- কর্মসূচির একটি অংশ হিসাবে কৃষি ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১৫ টি স্টল ও প্রকল্পের ফিল্ড পর্যায়ের কর্মসূচি ডেমোনেস্ট্রশন চিত্র তুলে ধরা হয়।
মেলা পরিদর্শন করেন, আব্দুল কাইয়ুম সরকার, চেয়ারম্যান, বজরা ইউনিয়ন পরিষদ, উলিপুর, কুডিগ্রাম, মো. আবু রায়হান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম, মো. সাইদুল রহমান, প্রধান শিক্ষক, কালপানি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয় এবং উক্ত এলাকার উপকারভোগী ও কমিউনিটির লোকজন।
মেলায় আরো উপস্থিত ছিলেন- ইএসডিও সীস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মুহম্মদ আনোয়ার হোসেন সহ ইএসডিও সীস প্রকল্পের উন্নয়নকর্মীগণ।
মেলার স্টল গুলোতে ইএসডিও সীডস প্রকল্পের ক্ষুদ্র উদ্যোগতা, টিভেট প্রশিক্ষনার্থী ও আত্মনির্ভরশীল সদস্যরা তাদের উৎপাদিত পণ্যসমূহ প্রদর্শন করেন।
মেলায় আগত পরিদর্শন কারিদের ইএসডিও-সীডস কর্মসূচী'র প্রতিনিধিগন কর্মসূচি সর্ম্পকে বিশদ ব্যাখ্যা ও বর্ণনা করেন। পরিদর্শকগণ ইএসডিও-সী কর্মসূচির বিভিন্ন দিক প্রত্যক্ষ করেন, বিশেষ করে আধুনিক ও অভিযোজিত প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক গ্রাম কার্যক্রম, কৃষি ক্ষুদ্র উদ্দ্যেক্তা, পারিবারিক বর্জ্য ব্যবস্থাপনা, বসত ভিটায় সবজী চাষ পদ্ধতিসহ বিভিন্ন কৌশল সমূহের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে ইএসডিও সীট্স কর্মসূচীটি নরওয়ের দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে ও ইএসডিও'র বাস্তবায়নে, কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারি উপজেলার ৯ টি ইউনিয়নে ৩০০০টি প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে জানুয়ারি ২০২৪ থেকে কাজ শুরু করেছে এবং আগামি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।
আজকালের খবর/বিএস