প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পিএম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়া দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ ট্রলিং জাল ব্যবহাররত একটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ট্রলিং জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আজকালের খবর/বিএস