বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
এখন হল নেই, আছে প্রচুর সুপারস্টার : শাকিল খান
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম
ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির এক সময়ের হার্টথ্রোব অভিনেতা চিত্রনায়ক শাকিল খান। বেশ কিছু সিনেমা হিট উপহার দিয়ে নিজেকে প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমা থেকে সরে দাঁড়ান। তবে সরে গেলেও ইন্ডাস্ট্রি নিয়ে মাঝেমধ্যেই সরব হন এই চিত্রনায়ক। সম্প্রতি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি শিল্পী সমিতির নির্বাচনকে ‘ফালতু’ মন্তব্য করে বলেন ‘এখন হল নেই, আছে প্রচুর সুপারস্টার।’

শাকিল বলেন, শিল্পী সমিতির নির্বাচন একটা ফালতু জিনিস। শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের হাসির পাত্রে পরিণত করেছে। এখন শিল্পী সমিতিতে আছে কারা? দুইটা সিনেমা করেই সে নিজেকে দাবি করে শিল্পী সমিতির কর্ণধার। অথচ তাকে আমরা চিনিই না।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সেলিব্রেটি ফুটবল টুর্নামেন্টকে নিয়েও এই অভিনেতা আপত্তি তুলে বলেন, কদিন আগে ফুটবল খেলা হলো, সেখানে নাকি সুপারস্টার আর ডিরেক্টররা অংশ নিয়েছে। সেখানে সুপারস্টার কারা? একজনকেও তো চিনি না। তারা বিভিন্ন আয়োজন করে, কিন্তু আসল শিল্পীকে তারা বলে না। রুবেল ভাই শিল্পী সমিতিতে রয়েছেন, তিনি সেটাকে ঠিকঠাক করতে পারেন, কিন্তু করছেন না। ফলে সেটা একটা অথর্ব প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। 

শিল্পী সমিতির প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে শাকিলের অভিমত- না, শিল্পী সমিতির নির্বাচন একেবারে প্রয়োজন নেই। শিল্পীদের হাসির পাত্রে পরিণত করার প্রয়োজনটা কী। আর সমিতি দিয়ে চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, বরং হচ্ছে ক্ষতি।

সুপারস্টার তকমা নিয়ে শাকিলের অভিমত -এখন যে কেউ যত্রতত্র সুপারস্টার তকমা লাগিয়ে নিচ্ছে। অথচ এক ঈদে আমার ১৬টা সিনেমা মুক্তি পেয়েছে। ৯৮ সালে আমার সিনেমা ‘এই মন তোমাকে দিলাম’  সুপার ডুপার বাম্পার হিট। কই আমি তো নিজেকে সুপারস্টার দাবি করতে পারছি না। অথচ অনেকেই এখন সুপারস্টার দাবি করে বেড়ায়। একটি বা দুটি সিনেমা করেই তাদের হাতে প্রচুর পয়সা। শাবানা ম্যাডাম, রাজ্জাক সাহেবরাও কিন্তু নিজেদের তকমা নিয়ে ভাবেননি। আর এখন হল নেই, আছে প্রচুর সুপারস্টার। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিটিভিতে প্রচারের অপেক্ষায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বর্তমান’
এখন হল নেই, আছে প্রচুর সুপারস্টার : শাকিল খান
দামুড়হুদায় বেশি দামে সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ইএসডিও সীডস প্রকল্প কৃষি ও চাকরি মেলা
আলোচনায় হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব
নির্বাচন নিয়ে টকশোতে কটূক্তি না করতে নির্দেশ ইসির
আলোচনায় হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft