বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১৫ একর বনভূমি উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জে অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার ও বন অপরাধ দমনে জোরালো অভিযান চালানো হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর ) দুপুরে পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিটের পূর্ব পানেরছড়া এলাকায় অবৈধভাবে জবরদখল করে নির্মিত একটি ইটের পাকাঘর উচ্ছেদ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত স্থাপনাটি সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। অভিযানের মাধ্যমে ওই অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। এ ঘটনায় বন আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া একই দিনে পানেরছড়া রেঞ্জের আওতাধীন পানেরছড়া বিটের হোয়ারীঘোনা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পানেরছড়া বিট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল ওই এলাকায় জবরদখলকারীদের দ্বারা স্থাপিত সীমানা সূচক পিলার ভেঙে ফেলা ও তারের নেট অপসারণ পূর্বক জব্দ করা হয় । অভিযানে প্রায় ১৫.০ একর অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল আলম জানান - বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বন অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। 

সহকারী বন সংরক্ষক (সদর)  নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা, পানেরছড়া বিট কর্মকর্তা, চেইন্দা বিট কর্মকর্তা, ঝিলংজা বিট কর্মকর্তা, লিংক রোড স্টেশন কর্মকর্তা, কক্সবাজার স্পেশাল টিমসহ বন বিভাগের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় বেশি দামে সার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ইএসডিও সীডস প্রকল্প কৃষি ও চাকরি মেলা
আলোচনায় হাদিকে নিয়ে জিয়া হকের কবিতা ও গান
৪০ মিনিটের নাটকে ৮০ বার ধূমপান: মানস
অস্কারে হতাশ করলো ‘বাড়ির নাম শাহানা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমাকে বিদায় দিতে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: চার দিনে গ্রেপ্তার ২৪৩৩
হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইইউ
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft