প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি পুকুর থেকে কামাল উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলা পরিষদের বিপরীতে অবস্থিত মন্ডলদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল উদ্দীন দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে করণিক পদে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা- জীবননগর সার্কেল) আনোয়ারুল কবীর জানান, নিহত কামাল উদ্দীন গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি প্রায়ই পরিত্যক্ত বোতল কুড়াতেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাশে বোতল কুড়ানোর সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তিনি ডুবে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আজকালের খবর/বিএস