বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ এএম
১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, ঐক্য ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক  অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মশিউর রহমান, সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, সহকারী অধ্যাপক মো: সোলাইমান হোসেন এবং সহকারী অধ্যাপক আমিনুল আশরাফ। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক পর্বে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ দলীয় সংগীত পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে আমিনুল আশরাফের নির্দেশনায় ‘আমার অহংকার’ শীর্ষক মুক্তিযুদ্ধের একটি নাটক মঞ্চস্থ হয়।

ইংরেজি বিভাগের প্রভাষক নিপু-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নিরাপত্তা শঙ্কায় সাময়িক বন্ধ ঢাকার ভারতীয় ভিসা সেন্টার
ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার নিয়ে সংশয়, আইন কী বলে?
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান বিজয় দিবস
বিজয় দিবসে সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো ভাসানী ও হাদির ছবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft