বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
উখিয়ায় মৃত গরুর গল্প সাজিয়ে স্ত্রীকে হত্যা করে লাশ গোপন: স্বামী গ্রেপ্তার
আবদুল্লাহ আল আজিজ, উখিয়া
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় তচ্ছাখালী খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও নিহত নারীর স্বামী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গত ১৩ নভেম্বর উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী খালে ভেসে থাকা বস্তাবন্দী লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রহিমা আক্তার (৩০) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা এবং পশ্চিম মরিচ্যা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর পরিবারের সদস্যরা লাশের পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার পর রহিমার মা সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি জসিম উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এরপর র‌্যাব-১৫ ঘটনার গুরুত্ব বিবেচনায় ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি অবস্থান শনাক্ত করে ১ ডিসেম্বর রাতে র‌্যাব-১৫, র‌্যাব-৭ ও স্থানীয় সোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে। র‌্যাব জানায়, সহযোগী মোবারকের সাহায্যে নির্জন স্থানে নিয়ে গলা কেটে রহিমাকে হত্যা করা হয়। পরে লাশটি মাটিতে পুঁতে রাখা হয়।

পরদিন এলাকাবাসী রক্ত দেখতে পেলে জসিম মৃত গরুর লাশ পুঁতে রাখার গল্প রটিয়ে বিষয়টি আড়ালের চেষ্টা করে। সন্দেহ বাড়তে থাকলে রাতে লাশ তুলে বস্তায় ভরে তচ্ছাখালী খালে ভাসিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, উখিয়ার তচ্ছাখালী খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় র‌্যাব-১৫ শুরু থেকেই গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্তে নেয়। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা দ্রুত মূল আসামিকে শনাক্ত করি। দীর্ঘদিন পলাতক থাকা সত্ত্বেও আমাদের অভিযানিক দল চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের পরিকল্পনা, হত্যার বিবরণ এবং লাশ গোপনের চেষ্টা সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক
ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি: পুতিন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান
শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজও ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না: পররাষ্ট্র উপদেষ্টা
দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাবে বিএনপি
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি
ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft