প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী খননকে কেন্দ্র করে চরম জটিলতা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খনন কাজের যন্ত্রপাতি বুড়ি তিস্তা ব্যারেজের পাশে নিয়ে গেলে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ডোমার, ডিমলা ও জলঢাকা—এই তিন উপজেলার বুড়ি তিস্তা এলাকার বাসিন্দারা খনন কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেন। শিশু, নারী ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ মাঠে নেমে বুড়ি তিস্তা ব্যারেজ এলাকার সামনে সমবেত হন। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে খনন কাজের সঙ্গে সংশ্লিষ্ট সব যন্ত্রপাতি সরিয়ে নিতে হবে।
অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে বুড়ি তিস্তা ব্যারেজ এলাকার সামনের বাসিন্দাদের দ্রুত জায়গা ছেড়ে দেওয়ার জন্য বাসিন্দাদের দ্রুত জায়গা ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, বুড়ি তিস্তা খনন করা হলে হাজার হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত ও নিঃস্ব হয়ে পড়বে। তারা জানান, নদী ও ব্যারেজ ঘিরে তাদের জীবিকা, বসতভিটা ও কৃষিজমি নির্ভরশীল। কোনো পূর্ব আলোচনা ও ক্ষতিপূরণের নিশ্চয়তা ছাড়া খনন কার্যক্রম শুরু হলে তা মেনে নেওয়া হবে না।
সন্ধ্যার পর বুড়ি তিস্তা ব্যারেজ এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতার উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবস্থানের কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এলাকাবাসী দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও তাদের দাবি-দাওয়া বিবেচনার আহ্বান জানিয়েছেন।
আজকালের খবর/বিএস