বুধবার ১৯ নভেম্বর ২০২৫
বিএনপির প্রার্থী বদলের দাবিতে নাসিরনগরে মানববন্ধন
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম
বিএনপির প্রার্থী বদলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তিনস্থানে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর নাগাদ উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া- ১ (নাসিরনগর) আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে প্রার্থী বদল করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। 

উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারন মানুষের নেতা। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা এক হয়েছি।

ছোয়াব রেজা বলেন, বিএনপি'র যোগ্য প্রার্থী মামুন ভাই। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। এজন্য দলের মনোনয়ন বদলের দাবি জানাচ্ছি।

কামরুজ্জামান মামুন বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ফেল করেছেন। যে কারণে এখানকার মানুষ প্রার্থী বদলের দাবি জানিয়ে প্রতিনিয়তই কর্মসূচি পালন করছে।

এম এ হান্নান বলেন, তৃণমূলে রাজনীতি করেও যে এমপি মনোনয়ন পাওয়া যায় সেটা বিএনপি'র হাইকমাণ্ড প্রমাণ করেছে। আশা করি প্রথমবারের মতো আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিএনপির প্রার্থী বদলের দাবিতে নাসিরনগরে মানববন্ধন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
৩ ঘণ্টা পর গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
‘শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে’
তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন
১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft