একাদশে জায়গা পেয়েই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন তিনি। এবার আরো বড় ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে উইকেটরক্ষক-ব্যাটার।
ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে মুশফিকের প্রয়োজন আর মাত্র এক রান।
এই ১ রানের দূরত্ব ঘুচাতে পারলেই ব্যাটারদের এক সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ‘সেঞ্চুরিতে’ সেঞ্চুরি পাবেন তিনি। আজই স্মরণীয় মুহূর্তটির সাক্ষাৎ পেতে পারতেন মুশফিক। যদি দিনের ৯০ ওভার শেষ হওয়ার পর এক কিংবা আরো কয়েক ওভার খেলা চালিয়ে যেতেন মাঠের আম্পয়ারদ্বয়।
উইকেটের বেল মাটিতে ফেলে দেওয়ার আগে মনেও হচ্ছিল মুশফিক স্বপ্নের সেঞ্চুরিটা হয়তো পেতে যাচ্ছেন। কিন্তু সেটা হয়নি। বেল উপড়ে দিয়ে দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। এতে করে ৯৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে সাবেক অধিনায়ককে। রাত পোহানোর অপেক্ষায় থাকতে হচ্ছে ৩৮ বছর বয়সী ব্যাটারকে।
আগামীকাল এক রানের দূরত্ব ঘুচাতে পারলে শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার হবেন মুশফিক। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্মিংহাম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে এই পথ দেখিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার মাইকেল কলিন কাউড্রে। তার পথ ধরেই পরে সেঞ্চুরি পেয়েছেন জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইমজামাম-উল-হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নাররা। তালিকার শেষ দুজন আবার করেছেন ডাবল সেঞ্চুরি।
সর্বশেষ সেঞ্চুরির কীর্তি গড়া ওয়ার্নারের ২০০ রানের বিপরীতে ২১৮ রান করেন রুট। অন্যদিকে বিশেষ অর্জন আছে পন্টিংয়ের। শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা তিনি একমাত্র ব্যাটার। মুশফিককে বিশেষ টেস্ট ম্যাচের জন্য আজ অভিনন্দনও জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। আগামীকাল তার পাশেই বসার সুযোগ পাচ্ছেন মুশফিক।
মুশফিকের সঙ্গে আজ দিন শেষ করেছেন লিটন দাস। ৪৭ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক ব্যাটার। সবমিলিয়ে ৪ উইকেটে ২৯২ রানে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তবে ত্রিশের ঘরে দুজনই আউট হন।
তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। অন্যদিকে দিনের শেষ জুটিতে ৯০ রানে অপরাজিত আছেন মুশফিক-লিটন। আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেটই নিয়েছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।